রকমারি বাজার ডট কম এর গল্প
২০১৩ সালের শেষের দিকে কোম্পানির প্রতিষ্ঠাতার মনে আসল একটি হালাল উপার্জনের জন্য কোনো কিছু করা। চাকরীর থেকে ব্যবসার প্রতি তার ঝোক বেশি ছিল। কারন ব্যবসাতেই হালাল রয়েছে। কয়েকজন বন্ধুর সাথে বিষয়টি শেয়ার করলে আলোচনার পর মনে হলো এখন মানুষ অনেক ব্যাস্ত,চাকুরী আর অন্যান্য ব্যস্ততার ফাকে বাজার ঘাট বা রান্না করারও যেনো সময় নেই মানুষের। তাই ভাবলেন একেকটি এলাকা ভিত্তিক প্রত্যেক বাড়িতে বাজার করে দেবার লোক নিয়োগের মাধ্যমে মানুষের সুবিধা সৃষ্টি করে একটি সার্ভিস বিজনেস শুরু করতে পারি ইনশাআল্লাহ।
অতঃপর কিছুদিন পর আরো একটি বিষয় মনে জেগে উঠল, শুধু বাজার করে দেবার লোক নিয়োগ দিলেই সমাধান আসবেনা, তারা তো বাজার থেকে সেই ভেজাল মিশ্রিত পণ্যই ক্লায়েন্টদের কিনে দিবে যা দ্বারা এক পর্যায়ে আমাদের সাথে তাদের অনাস্থার সম্পর্ক সৃষ্টি হবার সুযোগ রয়েছে। কোম্পানির ভাবমূর্তি ক্ষুন্ন হতে পারে এমন আশংকায় আরো এক ধাপ অগ্রগামী সিদ্ধান্ত নিল তারা, নিজেরাই যথাযথ মান যাচাই করে পণ্য সংগ্রহ করবে বিভিন্ন সাপ্লায়ার থেকে অতঃপর তা সেই বাজার কর্মীদের দ্বারা পৌঁছে দিবে ক্লায়েন্ট এর বাসায়। এটাই একমাত্র সল্যুশন হতে পারে এই ভাবনায় আমরা উদ্যোগ নিলাম একটি স্বতন্ত্র মার্কেটপ্লেস সৃষ্টি করার,
আর ক্লায়েন্ট যাতে নিজের পছন্দের বাজার নিজেরাই অর্ডার করতে পারে তার জন্য তৈরি করা হলো একটি অনলাইন প্লাটফর্ম। আর হরেক রকমের পণ্যের সমাহার ঘটানোর আকাঙ্খা থেকে ভালবেসে তার নাম রাখা হলো- রকমারি বাজার ডট কম (www.rokomaribazar.com) । এভাবেই জন্ম নিল একটি ভালবাসার প্রতিষ্ঠান। নিজেদের মনের বিশুদ্ধতা ও নিষ্ঠার কথা জানান দিতেই এর স্লোগানটিও রাখা হলো- বিশ্বস্থতায় বিশুদ্ধ পণ্য।
এভাবেই অত্যন্ত ভালবাসার একটি ডোমেইন কেনার মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো রকমারি বাজার ডট কম এর। দীর্ঘ কাল পেরিয়েছে, আলহামদুলিল্লাহ! ছোট পরিসর থেকে একটু একটু করে বড় হলো আশা ভালবাসার সেই কোম্পানিটি। আরো দূর এগিয়ে যেতে চাই আপনাদের ভালবাসা সহ। সাথেই থাকুন ইনশাআল্লাহ। ফেসবুক পেইজ পেতে ক্লিক করুন।